অবিশ্বাস্য পুকুর সেচে পাওয়া গেলো বড় ইলিশ!
নোয়াখালীর হাতিয়ার একটি পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকা উত্তাল হয়ে ওঠে।
রবিবার (২৯ আগস্ট) সকালে, হরনি ইউনিয়ন বায়ার চর মো। বেলালের পুকুরে ৩০০ গ্রাম ওজনের ইলিশ মাছ পাওয়া গেছে। পরে মাছটি বাজারে বিক্রি করা হয়।
বেলাল জানান, শনিবার (২৯ আগস্ট) রাতে তিনি পুকুরে সেচ দিয়েছিলেন। রবিবার সকালে পুকুর থেকে মাছ ধরার সময়, অন্যান্য মাছের সাথে একটি ইলিশ মাছ পান। খবর শুনে এলাকাবাসী পুকুরে জড়ো হয় মাছ দেখতে।
প্রত্যক্ষদর্শী মো। আশরাফুল বলেন, ‘সাধারণত ইলিশ মাছ জীবিত পাওয়া যায় না। তার ওপর পুকুরে ইলিশ মাছ পাওয়া গেছে। আমি সেই বাড়িতে গিয়েছিলাম নিজের চোখে জীবন্ত ইলিশ দেখতে। ‘
হরনি ইউনিয়নের ভারপ্রাপ্ত প্রশাসক মাওলানা আবু সাদ জানান, জোয়ারের পানির কারণে ইলিশ মাছ পুকুরে চলে যেতে পারে।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সমুদ্রবিদ্যার সহকারী অধ্যাপক ড। নাজমুস শাকিব খান বলেন, জোয়ারের লবণাক্ত পানি যদি পুকুরে প্রবেশ করে, তাহলে লোনা পানির সাথে ইলিশও পুকুরে প্রবেশ করতে পারে। তিনি আরও বলেন, দেশে পুকুরে ইলিশ চাষ নিয়ে গবেষণা চলছে।