অবিশ্বাস্য রেকর্ড বাংলাদেশের যে বোলারের !!
কিছুদিন আগেই ময়মনসিংহে প্রমীলা ক্রিকেটে বিরল এক রেকর্ড গড়েছিলেন স্বাগতিক দলের বোলাররা। বরিশালের ৯ ব্যাটসম্যানকে আউট করেছিলেন শূন্য রানেই।
এবার আরও একটি চমক জাগানো বোলিং দেখা গেল তৃতীয় বিভাগ ক্রিকেটে। ধানমন্ডি ক্রিকেট ক্লাব মুখোমুখি হয়েছিল আসিফ সিফার। ম্যাচে দারুণ বোলিং করে এই রেকর্ড গড়েন ধানমন্ডি ক্লাবের জাহিদ হাসান জীবন।
১০ ওভার বোলিং করেছেন। ৯টি মেডেন নিয়েছেন তিনি। বাকি এক ওভারে রান দিয়েছেন। বোলিং ফিগার ১০-৯-১-৩।মেডেন ওভারের হিসেবে এটাই বিশ্বরেকর্ড কিনা সেটাই যাচাই করে দেখছে দলটি। তবে এমন রেকর্ড ক্রিকেট বিশ্বে আর থাকার সম্ভাবনা খুব কম।