অভিনয় পারেনা নিশো , শাকিব খানকে স্যালুট – অভিনেত্রী ইলোরা !!
বর্তমানে বাংলাদেশের যে কয়জন অভিনেতা নিজেদের অভিনয় গুনের মাধ্যমে দর্শকদের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন তাঁর মধ্যে আফরান নিশো অন্যতম। যদিও এখন পর্যন্ত বড় পর্দায় দেখা যায়নি তাকে। তবে ছোট পর্দায় তাঁর উপস্থিতি চোখে পড়ার মত।
বর্তমানে আফরান নিশো তুমুল জনপ্রিয়তা পেলেও, এক সময়ের আলোচিত অভিনেত্রী ইলোরা গহরের মন জয় করতে পারেননি তিনি।সম্প্রতি, এক সাক্ষাৎকারে ইলোরা গহর ঢাকাই সিনেমার নায়ক-নায়িকাদের নিয়ে খোলামেলা কথা বলেন।
উপস্থাপকের প্রশ্নে এ প্রজন্মের নায়িকা পরীমনি-মাহি প্রসঙ্গে তিনি বলেন, পরীমনি-মাহি এরা সব বড়লোকদের বিয়ে করে ফেলছেন। তারা কি করে নায়িকা হয়। এদেরকে আমি চিনি না। এরা আসছে নিজেদের নাম কামাতে।’
অভিনেতাদের মধ্যে, সজলের অভিনয় অনেক ভালো। আবার অপূর্বের অভিনয় ভালো না। সে শাহরুখ খান স্টাইল থেকে বের হতেই পারে না। এছাড়াও আফরান নিশো একদম অন্য ধ্যাচের, কিন্তু অভিনয় করতে পারে না। নীলয় অনেক ভালো অভিনয় করে।
শাকিব খানের ভূয়সী প্রশংসা করে ইলোরা বললেন, ফিল্ম ইন্ডাষ্ট্রিতে এখন আমাদের শাকিব খান আছে। শাকিব খানকে স্যালুট। শাকিব খান বর্তমান সিনেমাকে টিকিয়ে রাখছে। শুভরাও শাকিব খানের ওই পর্যন্ত যেতে পারেনি।