অমিত শাহকে কলকাতায় পা রাখতে দেবো না: পশ্চিমবঙ্গের মন্ত্রী !!
গতকাল রোববার কলকাতার রানি রাসমনি রোডে এক জনসভায় এই হুঁশিয়ারি দেন পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামা হিন্দের সভাপতি ও রাজ্যের গ্রন্থাগারমন্ত্রী। জনসভায় মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন, ‘সরকার রাজনীতি দিয়ে দেশকে ভাগ করতে চাইছে।
আমরা অমিত শাহকে থামাতে একলক্ষ মানুষকে জড়ো করবো। আমাদের লড়াই গনতান্ত্রিক ও শান্তিপূর্ণ। হিংসায় বিশ্বাস করি না। কিন্তু আমরা সিএএ ও এনআরসি-র প্রতিবাদ করবো ‘ এনডিটিভি
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দেশব্যাপী চলা আন্দোলন দেখুন। বিজেপিকে মানুষ প্রত্যাখান করেছে। আপনারা গোটা দেশের মানুষকে পথে নামিয়েছেন। একটার পর একটা সিদ্ধান্ত মানুষের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। আমরা এটা কিছুতেই চলতে দেবো না।এসময় পথে নেমে এই আইনের বিরোধিতা করার জন্য পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান তিনি।