অমুসলিমদের নাগরিকত্ব দিতে যা কিছু দরকার তা-ই করবে সরকারঃ অমিত শাহ !!
আসামের জাতীয় নাগরিক পঞ্জীতে ১৯ লক্ষ মানুষের নাম বাদ পড়ার পর এখন পশ্চিমবঙ্গেও শুরু হয়েছে এনআরসি নিয়ে আতঙ্ক। ভিড় জমেছে স্টেট আর্কাইভসে। এমতাবস্তায় ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতা ও দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রতিবেশী তিন দেশ থেকে যাওয়া অমুসলিমদের ভারতের নাগরিকত্ব দিতে যা কিছু করার দরকার তা-ই করবে সরকার
মঙ্গলবার তিনি বলেন, নাগরিক আইন সংশোধনী নিয়ে যত খুশি প্রতিবাদ হোক, পিছু হঠবে না কেন্দ্র ৷ কারও নাগরিকত্ব কাড়বে না ৷ ধর্মীয়ভাবে নিপীড়িতদের রক্ষায় আইন ৷ মানুষকে ভুল বোঝাচ্ছে কংগ্রেস।এদিকে, বাংলার মুখ্যমন্ত্রী হুঙ্কার দিয়ে বলেছেন, ”কোনও এনআরসি হবে না। কোনও বিভাজন হবে না। কাউকে দেশ থেকে তাড়ানো চলবে না।
প্রসঙ্গত, বুধবার (১১ ডিসেম্বর) নাগরিকত্ব সংশোধনী বিলের বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন, ভারতীয় মুসলিমরা সবসময় সুরক্ষিত এবং নিরাপদেই থাকবেন। আমি ভারতীয় মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন করছি যে, দয়া করে ভুল তথ্যের দ্বারা প্রভাবিত হবেন না। নির্ভয়ে এ দেশে জীবন কাটাবেন।