অর্ধেক কামানো দাড়িগোঁফের আসল রহস্য ফাঁ’স করলেন জ্যাক ক্যালিস !!
ক্রিকেটকে বিদায় জানিয়েছেন অনেক আগেই। এবার বিভিন্ন সামাজিক কাজকর্মে নিজেকে নিয়োজিত করেছে দক্ষীন আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার একটি ছবি ভাইরাল হয়েছে।
মূলত সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম একাউন্ট থেকে অর্ধেক কামাই করা দাড়িগোঁফের একটি ছবি পোস্ট করেন ক্যালিস। এর পেছনে কি কারণ রয়েছে টা জানতে চান ভক্তরা। এবার নিজেই জানালেন এর পেছনের কারণ।
ক্যালিস ‘সেইভ দ্যা রিনো চ্যালেঞ্জ’ ক্যাম্পেইনে অংশ নিয়েছেন। বিশ্বব্যাপী গণ্ডার বাঁচাতেই এই উদ্যোগে অংশ নেন ক্যালিস। এক ছবি দিয়েই বেশ মোটা অঙ্কের টাকা সংগ্রহ করেছেন ক্যালিস। যা গণ্ডারের মত বিরল ও বৈচিত্র্যময় প্রাণী রক্ষার কাজে ব্যবহৃত হবে।