অর্ধেক বয়সী তরুণীর প্রেমে মজলেন শাহরুখ !!
প্রেম মানে না বয়স! সম্প্রতি ছড়িয়ে পড়েছিল যে স্ত্রী গৌরির সাথে ঘর ভাঙছে বলিউডের সুপারস্টার শাহরুখ খানের। শাহরুখ নিজেই এর জন্য দায়ী ছিলেন। ব্রিটিশ গায়িকা দুয়া লিপা ভারতে আসার পর শাহরুখ অনেকটা সময় তাঁর সাথে কাটিয়েছেন এবং টুইটারে ছবি পোস্ট করেছেন।
গুজব ছড়ানোর কারণ ছিল ছবির ক্যাপশন। শাহরুখ সহজে কারো প্রশংসা করেন না। সেখানে তিনি ছবির ক্যাপশনে লিখেছিলেন, লিপা অত্যন্ত রূপসী ও আকর্ষণীয় নারী। শাহরুখ লিপার কন্ঠের মোহে পড়েছেন। এই লেখা দেখেই ছড়ায় গুজব। পরে অবশ্য লিপা ও শাহরুখ দু’জনই আলাদা টুইটে সব ভ্রান্তি উড়িয়ে দিয়ে বলেছেন, তারা দু’জন স্রেফ ভালো বন্ধু।