অলরাউন্ডার মিরাজের বাসা থেকে ২৭ ভরি সোনা ও ৬ হাজার ডলার চুরি !!
মিরপুর টেস্টের একাদশে জায়গা না পেলেও স্কোয়াডে ছিলেন জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তাই দলের অন্যান্যদের সাথে মিরাজকে থাকতে হয়েছে টিম হোটেলেই। টেস্ট শেষে বিজয় সিটিতে নিজ ফ্ল্যাটে ফিরে মিরাজ আবিষ্কার করেন তিনি চুরির শিকার হয়েছেন। ফ্ল্যাট খালি থাকার সুযোগ নিয়ে চোররা ২৭ ভরি স্বর্ণালঙ্কার ও মোটা অঙ্কের বিদেশি মুদ্রা নিয়ে পালিয়েছে।
বাংলাদেশ দলের তরুণ অলরাউন্ডারের পারিবারিক সূত্রে জানা গেল, মিরাজের মায়ের ৭ ভরি আর স্ত্রীর ২০ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে। যেটির বর্তমান বাজারমূল্য প্রায় সাড়ে ১৬ লাখ টাকা। সোনার সঙ্গে চুরি হয়েছে ৬ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় যেটি ৫ লাখ ১০ হাজার টাকা। বাসায় চুরি নিশ্চিত হওয়ার পর সন্ধ্যায় কাফরুল থানায় একটি মামলা করেছেন মিরাজ। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলিমুজ্জামান জানিয়েছেন, নকল চাবি ব্যবহার করে চোর ফ্ল্যাটে ঢোকে।
সূত্রঃ বিডি২৪লাইভ