অসংখ্য অপকর্মের মাস্টারমাইন্ড পরিমিনি, মুক্তি পেয়ে দাঁত কেলিয়ে হাসে: ইসলামী বক্তা মাদানী
পরীমণিকে নিয়ে ইসলামী বক্তার স্ট্যাটাস, মুহূর্তেই ভাইরাল
ঢাকাই সিনেমার বিখ্যাত নায়িকা পরীমনি কারাফাতের মুক্তির উদযাপন নিয়ে আলোচনা -সমালোচনায় সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে। বুধবার বিকেলে, গাজীপুরের কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহিম আল-মাদানির ভেরিফাইড ফেসবুক পেজে, বিশিষ্ট ইসলামী বক্তা, পাত্রীর স্ট্যাটাস নিয়ে ঝগড়া শুরু হয়।
এর বাইরে, কনের জামিন, কারাফাত মুক্তির আনন্দ এবং এক ধরনের ব্যায়ামে কারাগার থেকে বেরিয়ে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা -সমালোচনার ঝড় বইছে।
পাঠকদের জন্য মাওলানা আবদুর রহিম আল -মাদানীর মর্যাদা হুবহু তুলে ধরা হয়েছে – ‘অসংখ্য অপকর্মের মাস্টারমাইন্ড, মাদক মামলার ঘৃণিত আসামী জামিনে মুক্তি পেয়ে হাসিমুখে বিদায় নিয়েছে। এটা কোন স্তরের লজ্জা ??? ‘
এর আগে, বুধবার সকাল সাড়ে ৭ টায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান পরীমনি।
সে সময় জিলানী সোহানদের একজন মাওলানা আবদুর রহিম আল-মাদানির স্ট্যাটাস সম্পর্কে মন্তব্য করেন, “একটা জিনিস আমি বুঝতে পারছি না যে বাংলাদেশের কারাগারে মেহেদি দেওয়ার ভালো ব্যবস্থা আছে কিনা, কনে বাইরে এসেছে কিনা কারাগারের বা অলিম্পিক স্বর্ণপদক নিয়ে বাংলাদেশে আসছেন। ”
আবুল মনসুর ইমন মন্তব্য করেন, ‘মানুষের চরিত্র ধ্বংসের কারিগর মুক্তি পায়। আর মানুষের চরিত্র গঠনের কারিগর বন্দী থেকে যায়। ‘
মো জাকারিয়া বিন তাহের মন্তব্য করেন, ‘কে আবার মেহেদীকে কারাগারে রেখেছে? আলেমরা আসলে কারাগারের বাইরে পঙ্গু, আর পরী হাসছে আর হাতে মেহেদি লাগিয়ে মজা করছে, আইন কে? ‘