অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হেফাজত আমির বাবুনগরী !!
হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে চট্টগ্রাম নগরীর বেসরকারি সিএসসিআর হাসপাতালে বাবুনগরীকে ভর্তি করা হয়েছে।আজ রবিবার (৩১ জানুয়ারী) দুপুরে বাবুনগরীর খাদেম জুনায়েদ এ তথ্য নিশ্চিত করেছেন।
খাদেম জুনায়েদ জানান, গতকাল রাতে হুজুরের (বাবুনগরী) জ্বর হয়েছিল। শারীরিক দুর্বলতা বেড়ে যাওয়ায় উনাকে সন্ধ্যার পর হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. ইব্রাহীম চৌধুরীর তত্ত্বাবধানে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরীর শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল আছে বলে জানান খাদেম জুনায়েদ। তবে বাবুনগরীর বর্তমান বয়স ৬৭ বছর।