অস্ট্রেলিয়ায় দাবানলঃ ‘বৃষ্টির ধারা যেন বেড়ে যায় আল্লাহর কাছে সেটাই প্রার্থনা সবার’ !!
অস্ট্রেলিয়ার দাবানলে এখন পর্যন্ত অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশের এই ভয়াবহ দুঃসময়ে সরকারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। এ নিয়ে আল্লাহর কাছে সাহায্য চেয়ে প্রার্থনাও চলছে দেশটিতে।
রবিবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকালে সামান্য বৃষ্টি হয়েছে। তবে এই বৃষ্টি আগুন নেভাতে খুব একটা কার্যকর হচ্ছে না।বিবিসির সাংবাদিক সাইমা খলিল বৃষ্টিভেজা গাড়ির উইন্ডোর ভিডিও দিয়ে টুইট করেছেন, আমাদেরকে সকল অগ্নিনির্বাপণ কর্মীরা বারবার বলছিল, বৃষ্টি ছাড়া এই আগুন থামানো অসম্ভব। অবশেষে এটা হয়েছে। কিন্তু ভয়াবহ আগুন থামাতে অনেক, আরও অনেক বেশি বৃষ্টির প্রয়োজন।
এদিকে ফায়ার সার্ভিসের বরাত দিয়ে হাফিংটন পোস্ট শিরোনাম করেছে, এই সামান্য বৃষ্টি অস্ট্রেলিয়াকে আগুনের হাত থেকে রক্ষা করবে না। বৃষ্টির এই ধারা যেন বেড়ে যায় সেটাই প্রার্থনা সবার।