অস্ট্রেলিয়ায় প্রায় একশ কোটি প্রাণীর মৃত্যু !!
বিশ্বের সবচেয়ে শুষ্কতম জনবহুল মহাদেশ অস্ট্রেলিয়ায় দাবানলে প্রায় একশ কোটি (এক বিলিয়ন) প্রাণীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন বিজ্ঞানীরা।
০৮ জানুয়ারি, বুধবার ইউনির্ভাসিটি অব সিডনির বিজ্ঞানী ক্রিস ডিকম্যান এক তথ্য প্রকাশ করে জানান, শুধুমাত্র নিউ সাউথ ওয়েলসে ৮০ কোটি প্রাণীর মৃত্যু হয়েছে। আর পুরো দেশে তা একশ কোটি হবে। এর মধ্যে স্তন্যপায়ী, পাখি, সরীসৃপ প্রজাতির প্রাণী উল্লেখযোগ্য।
ক্রিস ডিকম্যান বলেন, অস্ট্রেলিয়ায় চলমান দাবানল বিশ্বের অন্যপ্রান্তে কী ধরনের প্রভাব ফেলেছে, আমাদের এ বিষয়টিও পর্যালোচনা করে দেখা দরকার। এতো সংখ্যক প্রাণী মৃত্যুর বিষয়টি খুবই ‘বেদনাদায়ক’ বলে মন্তব্য করেন বাস্তুতন্ত্র বিষয়ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব এনভায়রনমেন্ট সায়েন্সের এ গবেষক।
অস্ট্রেলিয়ার পরিবেশ বিষয়ক মন্ত্রী সসান লে বলেন, দাবানলে এ অঞ্চলের অন্তত ৩০ শতাংশ কোয়ালার মৃত্যু হয়েছে, কারণ এতে তাদের আবাসস্থল পুড়েছে।