আইপিএলের নিলামে থাকা ৬ বাংলাদেশি তারকার নাম প্রকাশ !!
ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্টের দিক দিয়ে শীর্ষে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বড় বাজেটের এই টুর্নামেন্টে অভিজ্ঞতার পাশাপাশি আর্থিকভাবেও লাভবান হন ক্রিকেটাররা।
আনুষ্ঠানিকভাবে আইপিএলের ১৩তম আসরের পর্দা উঠবে ২০২০ সালের ২৩ মার্চ। সিটি অব জয়খ্যাত কলকাতায় আগামী ১৯ ডিসেম্বর বসবে আইপিএলের আসন্ন আসরের মেগা নিলাম।
আইপিএলের আসন্ন আসরের প্লেয়ার্স ড্রাফটে মোট ৯৭১ জন ক্রিকেটার আছেন। আইপিএলের নিলামে উঠছে ২৫৮ জন বিদেশি ক্রিকেটার। যেখানে বাংলাদেশ থেকে ৬ জন আছেন। এবার তাদের নাম জানা গেছে।
বিসিবি সূত্রে জানা গেছে, ২০২০ আইপিএল খেলার লক্ষ্যে নিবন্ধন করেছেন তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।