আজহারি মাজহারি এগুলো কিন্তু জামাতের সৃষ্টি – ধর্ম প্রতিমন্ত্রী !

সারাদেশে বিভিন্ন ধর্মীয় ওয়াজ মাহফিলে যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীর গুণগান ও ইসলামের অপব্যাখা প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, ‘বিষয়টি অবশ্যই আমাদের নজরে এসেছে। আজহারি মাজহারি এগুলো কিন্তু জামাতের সৃষ্টি। এরা অত্যন্ত সূক্ষ্মভাবে জামাতের কথাই বলে। এদের বাল্যকাল থেকে শুরু করে এ পর্যন্ত সেই শিক্ষা-দীক্ষাই দিয়েছে জামাত।’

 

এখানে এসে দেখলাম সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতিই বাস্তবায়িত হয়েছে। সারা পৃথিবীতে এমন কোনো নজির সৃষ্টি হয়নি।’

হজ প্রসঙ্গে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর পররাষ্ট্রনীতির সফলতাকে কাজে লাগিয়ে গত বছর হাজিদের জন্য খুব দ্রুত সময়ের মধ্যে ইমিগ্রেসনের ব্যবস্থা করা হয়। তারা যে কত খুশি হয়েছেন। মাত্র দুই-তিনমিনিটের মধ্যে তাদের ইমিগ্রেসন হয়ে গেছে। গত বছরের চাইতে এবার আরো অধিকতর ভালোভাবে হজে পাঠানোর প্রস্তুতি রয়েছে। এ বছর আরো ১০ হাজার হাজির সংখ্যা বাড়ানো হয়েছে। আরো অনেক অসুবিধা দূর করে সরকারি ব্যবস্থাপনায় হজ পালনে আস্থা অর্জনের চেষ্টা করছে সরকার। বেসরকারি এজেন্সির মাধ্যমে শুনি অনেক গোলমাল হয়ে থাকে।’তাই সরকারি ব্যবস্থাপনায় খুব সুন্দরভাবে হজ পালনে উদ্ধুব্ধ করতে স্থানীয় প্রশাসন ও মসজিদের ইমামদের মাধ্যমে সবাইকে জানানোর আহ্বান জানান তিনি।

পরে ধর্ম প্রতিমন্ত্রী জামালপুর পৌরসভার দেউরপাড় চন্দ্রা এলাকায় নির্মাণাধীন জামালপুর সদর মডেল মসজিদ ও মেলান্দহ উপজেলা মডেল মসজিদ নির্মাণ কাজ পরিদর্শন করেন। এছাড়াও তিনি বিকেলে মেলান্দহ উপজেলায় জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদরাসার ৬০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত ইসলামি মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এর আগে ধর্ম প্রতিমন্ত্রী সকালে ঢাকা থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে জামালপুর সফরে আসেন। জামালপুর সার্কিট হাউজে রাত্রিযাপন করে কাল বুধবার ভোরে আন্ত:নগর ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফেরার কথা রয়েছে।

মডেল মসজিদ নির্মাণ প্রকল্প পদির্শনকালে ধর্ম প্রতিমন্ত্রীর সাথে ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মোবারক হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা প্রমুখ।

সূত্রঃ বিডি মর্নিং

Minister of State for Religious Affairs Alhaj Advocate Sheikh Md. In praise of war criminals Delwar Hossain Sayedee at various religious festivals across the country. Abdullah said, “The matter has certainly come to our notice. Azhari Mazhari These are the creations of the church. They speak very precisely of the church. The church has taught them from their childhood to their present.

Minister of State for Religious Affairs Sheikh Mohammed said this afternoon after visiting the progress of construction of three model mosques and Islamic cultural center in Jamalpur district under construction of Islamic Foundation. Abdullah said this in response to a question from reporters present.

Regarding the activities of several speakers at various vajh festivals, the Minister of Religious Affairs said, “At this time, they used to speak publicly about the Jamaat when they were educated in Jamaat. But because there is no political opportunity to speak publicly about the church, the very words they say, and the wajas, all the explanations given by the Hadith Qur’an is not true. It might have been too much to say not one fact. But most of them, with the help of falsehood, they say nasty things. ‘

The Minister of State for Religious Affairs said, “These activities hurt me a lot. I think if the Ministry of Religion can’t do anything to stop them right now, there is no need to have a Religion Ministry. So I am looking at this matter very seriously. I have already started work. The disaster will be stopped by notifying the Prime Minister and the Government and all our leaders. They are moving in a lot of tactics. We have to catch this trick. They have to be banished from this Bangladesh forever. ‘

He urged all to be vigilant so that they do not enter any area to mislead people in the name of religion.

The Minister of State for Religious Affairs Jamalpur said in the context of the District Model Mosque construction project area at a cost of Tk 14.68 million, “There was a 70-year-old mosque in the same place. That mosque is being transformed into a model mosque. Along the way, a 300-year-old temple is running in such a way that no one is obstructing anyone. No noise. When I came here I saw a beautiful communal harmony. No such instance has been made in the whole world. ‘

In the context of Hajj, the Minister of Religious Affairs said, “Immigration arrangements were made for Haji in a very quick time last year to exploit the success of the Prime Minister’s foreign policy.” How happy they are. Within just two-three minutes, they have immigrated. Ready to send Hajj this year better than last year. This year, the number of more than 10,000 appeared. The government is trying to gain the confidence to perform Hajj in government management by eliminating many more difficulties. There is a lot of noise from the private agencies.

Therefore, he urged the local administration and the mosque’s imams to inform everyone to perform Hajj in a very nice way in government management.

Later, Minister of State for Religious Affairs visited the construction work of Jamalpur Sadar Model Mosque and Melandah Upazila Model Mosque under Deurpara Chandra area of ​​Jamalpur municipality. He also addressed the chief guest at an Islamic gathering organized in the afternoon to celebrate the 60th anniversary of the Jamia Husainia Arabia Madrasah in Melandah upazila. Earlier, the Minister of State for Religious Affairs visited Jamalpur on the Inter-city Teesta Express train from Dhaka in the morning. The inter-city Brahmaputra Express train is scheduled to return to Dhaka on Wednesday morning, after having a night at the Jamalpur Circuit House.

During the inauguration of Model Mosque Construction Project, Bangladesh Awami League’s Organizing Secretary, MP and former State Minister Mirza Azam, Deputy Commissioner Mohammad Enamul Haque, Zilla Parishad Chairman and District Awami League General Secretary Faruk Ahmed Mohd Aaphudhithar were present. Mubarak Hossain, Additional Superintendent of Police. Bashir Uddin, Deputy Director of Jamalpur Islamic Foundation. Abdur Razzak, Vice-President of the district Awami League Syed Atiqur Rahman Chhana.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *