আজ অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরছেন ১৫৭ বাংলাদেশি !!
করোনাভা’ইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন বাংলাদেশিরা। বিশেষ ফ্লাইটে করে দেশে আসছেন তারা। এবার অস্ট্রেলিয়ায় আটকে পড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরছেন। তারা সবাই করোনামুক্ত ছাড়পত্র নিয়েই দেশে আসছেন।সেই ফ্লাইটি এরই মধ্যে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছে। মেলবোর্ন থেকে ছেড়ে আসা শ্রীলঙ্কান এয়ারলাইনসের ওই ফ্লাইটটি কলম্বোতে যাত্রা বিরতি করবে। শুক্রবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় পৌঁছাবে বলেই ধারণা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয় এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনার কারণে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত। এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়াতে আটকেপড়া বাংলাদেশিরা দেশে ফিরতে চায় কিনা সেটি প্রাথমিকভাবে জানার জন্য একটি নোটিশ দেয় দূতাবাস।
ওই নোটিশের পর ৩৪০ জন দেশে ফেরার আগ্রহ প্রকাশ করে। এরই পরিপ্রেক্ষিতে সিডনি থেকে ঢাকা আসার জন্য একটি বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার উদ্যোগ নেয় দূতাবাস।