আজ থেকে লকডাউন মুক্ত হলো ওমান
ওমানে সুপ্রিম কমিটি ঘোষিত রাত্রিকালীন ল’কডা’উনের সময়সীমা শেষ হলো আজ। ওমানে এখন থেকে দিনে এবং রাতে ব্যবসা বাণিজ্য এবং যানবাহন চলাচল করতে পারবে সবাই।
সেই সাথে নাগরিক ও প্রবাসীরা রাত ১০টার পর ও চলাচল করতে পারবেন। দেশটিতে বেশকিছু দিন ধরে ক’রো’না পরিস্থি’তি কিছুটা স্বাভাবিক হওয়ার ফলে রা’ত্রিকালীন ল’কডা’উন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কমিটি।
এক বিবৃতিতে কমিটি জানিয়েছে যে, “দেশ জুড়ে চলা রাত্রিকালীন ল’কডা’উন তুলে নেওয়া হলেও দেশের সকল নাগরিক’কে সুপ্রিম কমিটির দেওয়া সকল স্বা’স্থ্যবি’ধি সঠিকভাবে মেনে চলতে হবে। বিশেষ করে মা’স্ক পরা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং প্রয়োজন ছাড়া বাড়ির বাহিরে না বের হবার আহ্বান জানানো হয়।”