আদালতে জবানবন্দি দিল ঢাবির সেই ছাত্রী !!
আদালতে জবানবন্দি দিয়েছেন ধ’র্ষণের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী। শুক্রবার (১০ জানুয়ারি) বিকেলে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক বেগম ইয়াসমিন আরার আদালতে তিনি এ জবানবন্দি দেন। জবানবন্দিতে সেদিন যা ঘটেছিল তা তুলে ধরেন নির্যাতিত শিক্ষার্থী। এর আগে বুধবার (৮ জানুয়ারি) ধ’র্ষক মজনুর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বর্তমানে তার জিজ্ঞাসাবাদ চলছে।
গত রোববার রাজধানীর বিমানবন্দর সড়কের কুর্মিটোলায় ধ’র্ষণের শিকার হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থী। এরপর ধ’র্ষকের গ্রেফতার দাবিতে রাস্তায় নামে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এর দু’দিন পর বুধবার রাতে রাজধানীর শেওড়া থেকে মজনুকে গ্রেফতার করে র্যাব।
সূত্রঃ বিডি২৪লাইভ