আফ্রিদিসহ দল পেলেন যেসব বিদেশি তারকারা !!
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সপ্তম আসরকে সামনে রেখে আজ রবিবার (১৭ নভেম্বর) প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হয়েছে। এরই মধ্যে প্রথম দুই রাউন্ডের ডাক শেষ হয়েছে।
মুশফিকুর রহিমকে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার ব্যাংক খুলনা টাইগার্স। যমুনা ব্যাংক ঢাকা প্লাটুন তামিম ইকবালকে দলে ভিড়িয়েছে। রাজশাহী রয়্যালস লিটন দাসকে দলে ভিড়িয়েছে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্স মাহমুদউল্লাহ রিয়াদকে দলে ভিড়িয়েছে। রংপুর রেঞ্জার্স মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে।
কুমিল্লা ওয়ারিয়র্স সৌম্য সরকারকে দলে টেনেছে। সিলেট থান্ডার্স মোসাদ্দেক হোসেন সৈকতকে দলে ভিড়িয়েছে। প্রথম দুই রাউন্ড শেষে চারজন করে দেশি ক্রিকেটার ভিড়িয়েছে দলগুলো। তৃতীয় রাউন্ড শেষে দুইজন করে বিদেশি খেলোয়াড়কে ভিড়িয়েছে দলগুলো।
দেশিদের তৃতীয় ও প্লেয়ার্স ড্রাফটের চতুর্থ রাউন্ডে দল পেয়েছেন আরো ১৪ বাংলাদেশি ক্রিকেটার। লোকাল প্লেয়ারদের ৫ম সেটে দল পেয়েছেন আরো ১৪ জন। বিদেশি ক্রিকেটারদের দ্বিতীয় রাউন্ড শেষে দল পেয়েছেন আরো ১৪ জন। এরপর দল পেয়েছেন আরো কিছু দেশি ক্রিকেটার। শেষ রাউন্ডে দল পেয়েছেন আরো কিছু বিদেশি ক্রিকেটার।
ঢাকা প্লাটুনঃ
দেশি ক্রিকেটারঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, আরিফুল হক, মুমিনুল হক, শুভাগত হোম চৌধুরী, মাশরাফি বিন মর্তুজা, রকিবুল হাসান, জাকির আলি অনিক,
বিদেশি ক্রিকেটারঃ থিসারা পেরেরা, লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ, আসিফ আলি, লুইস রিস, শহীদ আফ্রিদি
খুলনা টাইগার্সঃ
দেশি ক্রিকেটারঃ মুশফিকুর রহিম, শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, আমিনুল ইসলাম বিপ্লব, শামসুর রহমান, সাইফ হাসান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ শহীদুল ইসলাম, আলিস আল ইসলাম, তানভীর ইসলাম,
বিদেশি ক্রিকেটারঃ রাইলি রুশো, রবি ফ্রাইলিঙ্ক, মোহাম্মদ আমির, নাজিবুল্লাহ জাদরান, রহমানউল্লাহ গুরবাজ,
রাজশাহী রয়্যালসঃ
দেশি ক্রিকেটারঃ লিটন দাস, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ রাহী, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, অলক কাপালি, কামরুল ইসলাম রাব্বি, ইরফান শাকুর, মিনহাজুল আবেদীন আফ্রিদি, নাহিদুল ইসলাম,
বিদেশি ক্রিকেটারঃ রবি বোপারা, হযরতউল্লাহ জাজাই, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ইরফান,
রংপুর রেঞ্জার্সঃ
দেশি ক্রিকেটারঃ মোস্তাফিজুর রহমান, নাঈম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বী, নাদিম চৌধুরী, সঞ্জিত সাহা,
বিদেশি ক্রিকেটারঃ মোহাম্মদ নবী, শাই হোপ, লুইস গ্রেগরি, ক্যামেরুল ডেলপোর্ট,
সিলেট থান্ডার্সঃ
দেশি ক্রিকেটারঃ মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, সোহাগ গাজী, রনি তালুকদার, নাঈম হাসান, দেলোয়ার হোসেন, মনির হোসেন খান, রুবেল মিয়া,
বিদেশি ক্রিকেটারঃ শেরফেন রাদারফোর্ড, শফিকুল্লাহ শাফাক, নাভিন উল হক, জনসন চার্লস, জীবন মেন্ডিস,
কুমিল্লা ওয়ারিয়র্সঃ
দেশি ক্রিকেটারঃ সৌম্য সরকার, আল-আমিন হোসেন, ইয়াসির আলি চৌধুরী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল অঙ্কন, সুমন খান, ফারদিন হোসেন অনিক,
বিদেশি ক্রিকেটারঃ কুশল পেরেরা, মুজিব-উর-রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা,
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ
দেশি ক্রিকেটারঃ মাহমুদউল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, নাসির হোসেন, রুবেল হোসেন, কাজী নুরুল হাসান সোহান, এনামুল হক জুনিয়র, মোক্তার আলি, পিনাক ঘোষ, মাসুম আহমেদ, জুনায়েদ সিদ্দিকি,
বিদেশি ক্রিকেটারঃ ক্রিস গেইল, কেসরিক উইলিয়ামস, আভিস্কা ফার্নান্দো, রায়াদ এমরিট, রায়ান বার্ল, ইমাদ ওয়াসিম,