আবারও পেঁয়াজের দাম কেজি প্রতি ২৫০ টাকা !!
পেঁয়াজ আমদানির খবর প্রকাশের পরপরই পেঁয়াজের দাম কমেছিল। কিন্তু পেঁয়াজ আবার পৌঁছে গেছে ২৫০ টাকা কেজির কোঠায়। জানা গেছে, আমদানিকৃত পেঁয়াজে ঝাঁজ না থাকায় সেগুলোর প্রতি ক্রেতাদের আগ্রহ কম। অন্যদিকে দেশি নতুন পেঁয়াজও এখনো সেভাবে বাজারে আসে নি। তাই আবার বেড়েছে পেঁয়াজের দাম।
রোবাবর (২৪ নভেম্বর) নীলফামারির বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। সৈয়দপুর রেল বাজারে পেঁয়াজ কিনতে আসা রোস্তম আলী বলেন, গত সপ্তাহে ১৪০ টাকা কেজি দরে পেঁয়াজ কিনেছিলাম। কিন্তু বাজারে এসে দেখি ২৫০ টাকায় প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে। পাতা পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকা দরে।
পেঁয়াজ ব্যবসায়ী রাজু আহমেদ বলেন, গত সপ্তাহে পেঁয়াজের দাম অর্ধেকে নেমেছিল। উপজেলায় নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে না ওঠায় পেঁয়াজের দাম বৃদ্ধি পাচ্ছে। আমরা পেঁয়াজ কিনে বিক্রি করি। তাই বেশি দামে কিনে বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম গোলাম কিবরিয়া বলেন, পেঁয়াজের দাম বৃদ্ধির বিষয়টি জেনেছি। দ্রুত বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে অভিযান চালানো হবে।