আবারো চীনে নতুন করোনা রোগী শনাক্ত, জেলা কর্মকর্তা বহিষ্কার !!
আবারো চীনে নতুন করে ৪৯ করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ সোমবার দেশটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, এদের মধ্যে ৩৯ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। স্থানীয় সংক্রমণের মধ্যে রাজধানী বেইজিংয়েই ৩৬ জন এবং হুবেই প্রদেশের ৩ জন।
এদিকে নতুন করে করোনা ভা’ইরাসের সংক্রমণ রুখতে ব্যর্থ হওয়ায় দক্ষিণাঞ্চলীয় ফেংটাই জেলার ডেপুটি হেড ঝৌ ইউকিংকে পদ থেকে সরিয়ে দেয়া হয়েছে।বেইজিং ডেইলির বরাতে অনলাইন সংবাদমাধ্যম সিজিটিএন জানিয়েছে, রাজধানী বেইজিংয়ে নতুন করে বেশি কিছু করোনা রোগী ধরা পড়ার পর এ সিদ্ধান্ত আসে। ফেংটাই জেলার জিনফেডি মার্কেটের কিছু লোকের সংস্পর্শে আসার কারণে তারা সংক্রমিত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জিনফেডি ফল, সবজি এবং মাংসের বড় বড় মার্কেট।
ঝৌ ছাড়াও জেলার হুয়াসিয়াং শহরের পার্টি সেক্রেটারি ওয়াং হাউ এবং জিনফেডির কৃষি পণ্যের হোলসেল মার্কেটের জেনারেল ম্যানেজার জং ইয়েলিনকেও বরখাস্ত করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত বলছে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।প্রতিবেদন লেখা পর্যন্ত চীনে ৮৩ হাজার ১৮১ জন রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩৪ জনের। নতুন করে ৪৯ জন শনাক্ত হলেও কেউ মারা যাননি।