আবার মাহফিল শুরু করছেন মিজানুর রহমান আজহারী !!
বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। হঠাৎ করেই নিজের সব মাহফিল স্থগিত করে মালয়েশিয়া চলে গিয়েছেন তিনি। তবে আবার মাহফিল শুরু করছেন আজহারী কিন্তু বাংলাদেশে নয়। দক্ষিণ আফ্রিকা প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে তিনি মালয়েশিয়া থেকে দক্ষিণ আফ্রিকা সফর করবেন আগামী এপ্রিল মাসে।
এ সময় তিনি জোহানসবার্গ, ফ্রী স্টেইট, পোর্ট এলিজাবেথ ও নর্থওয়েষ্ট প্রভিন্সে বাংলাদেশিদের আয়োজনে চারটি তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান অতিথি হিসেবে তাফসীর করবেন। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত ও জাতীয় পার্টিসহ সকল দলের বাংলাদেশিদের সহযোগিতায় তাফসীরুল কোরআন বাস্তবায়ন কমিটি জোহানসবার্গের ফোর্ডসবার্গে এক প্রস্তুতিসভার আয়োজন করেন। এসময় এপ্রিলে মিজানুর রহমান আজহারীর আগমন, মাহাফিলের প্রস্তুতি ও খরচের বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হয়।