আমল কবুল হওয়ার জন্য গুরুত্বপূর্ণ দু’টি শর্ত !!

প্রতিটি আমল কবুল হওয়ার জন্য দু’টি গুরুত্বপূর্ণ শর্ত পূর্ণ হতে হবে। এ বিষয়ে জেনে নেওয়া যাক হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র আলোচনা থেকে।

(১)- ব্যক্তি কাজটি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে। (২)- কাজটি কোরআন ও সুন্নাহ অনুযায়ী হওয়া।

উপরিউক্ত দু’টি শর্তের কোনো একটি পাওয়া না গেলে কাজটি বিশুদ্ধ ও কবুল হবে না।

 

এ ব্যাপারে কুরআন শরীফের দলিল হলো :-

﴿فَمَن كَانَ يَرۡجُواْ لِقَآءَ رَبِّهِۦ فَلۡيَعۡمَلۡ عَمَلٗا صَٰلِحٗا وَلَا يُشۡرِكۡ بِعِبَادَةِ رَبِّهِۦٓ أَحَدَۢا ١١٠ ﴾ [الكهف: ١١٠]

“সুতরাং যে তার রবের সাক্ষাৎ কামনা করে, সে যেন সৎকর্ম করে এবং তার রবের ইবাদাতে কাউকে শরীক না করে”। – সূরা আল-কাহফ: ১১০

হাফিয ইবন কাসির (রহ.) বলেন, “এ দু’টি আমল কবুল হওয়ার শর্ত। তাই আমলটি একমাত্র মহান আল্লাহর জন্যই হতে হবে এবং তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরিয়াত অনুযায়ী হতে হবে।

লেখক: হাফিজ মাছুম আহমদ দুধরচকী প্রিন্সিপালঃ- শাহজালাল (রঃ), ৩৬০ আউলিয়া লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসা সিলেট, সাবেক ইমাম ও খতিব কদমতলী মাজার জামে মসজিদ, সিলেট।

(প্রকাশিত এ লেখা লেখকের নিজস্ব। বাংলালাইন সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত এ লেখা সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *