আমার কাছে সব মানুষ সমান, আমার কোনও ইগো নেই – সানি !!
কিছু বছর অভিনয়ের পর বহু অভিনেতা-অভিনেত্রীই পা বাড়ান প্রযোজনার দিকে। সেই পথেই এবার এগোতে চলেছেন সানি লিওনি। ৩৮ বছরের সানি খুব তাড়াতাড়িই শুরু করতে চলেছেন তাঁর প্রথম প্রোডাকশন। সেই নিয়ে মনের কথা খুলে বললেন সানি।
জানালেন দ্রুত ছবির কাজ শুরু করে দেবেন। ‘এই মুহুর্তে একটি কাজ নিয়ে ভাবনা চিন্তা চলছে জোর কদমে। এবছরই শ্যুটিং শুরু করার ইচ্ছা রয়েছে। আমি ভীষণ এক্সসাইটেড। ছবিতে কোনও রকম সোশ্যাল মেসেজ নেই। এটি সাইকোলজিকাল থ্রিলার।’
এই প্রজেক্টে তাঁর সঙ্গে রয়েছেন স্বামী ড্যানিয়েল ওয়েবারও। টাকাপয়সার দিকটাও তাঁরা দেখভাল করছেন। ‘আশা করছি লাভের মুখও দেখব। আমি খুবই এক্সসাইটেড কারণ আমরা জানি কী কাজ করছি, কারা আমাদের সঙ্গে রয়েছেন এবং কোন কাজের জন্যে কার কাছে যেতে হবে। সত্যি বলতে কি আমার কোনও ইগো নেই। আমাকে যদি ছবির সেটে চাও পরিবেশন করতে হয় তাতেও কোনও আপত্তি নেই। আমার কাছে সব মানুষ সমান, যতক্ষণ না কেউ খারাপ ব্যবহার করছেন। আশা করছি ছবির প্রোডাকশন আর শ্যুটিং ইন্টারেস্টিং হবে।’
সূত্রঃ এই সময়