আমার দোকান পুড়ছে মাকে বইল না, মা পাগল হয়ে যাবে !!
ব্যবসায়ী নজরুল ইসলামের একটি কসমেটিকের দোকান আছে টিকাটুলির রাজধানী সুপার মার্কেটে। নাম ‘আল-মদিনা কসমেটিকস’। আজ বুধবার সন্ধ্যার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর সেই দোকানটি।
রাত ৮টার দিকে নজরুল ইসলাম মার্কেটের সামনে দাঁড়িয়ে মোবাইলে কাঁদতে কাঁদতেবলছিলেন, ‘আমার সব কসমেটিকস পুড়ে গেছে ভাইরে। সব ছাই হয়ে গেছে। আমার সব শেষ হয়ে গেছে। আল্লাহ, আমার একি ক্ষতি করল।’ নজরুলকে পাশে থেকে ধরে ছিলেন তাঁর চাচাতো ভাই। বুঝা যাচ্ছিল নজরুল গ্রামের বাড়িতে বা পরিবারের কারো সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে তিনি বলেন, ‘আমার মাকে এখন কিছু বইল না। আমার মা পাগল হয়ে যাবে।’ নজরুল চিৎকার করে বলছিল”,
এরপর ফোনটি কেটে দিয়ে নজরুল সেটটি তাঁর চাচাতো ভাইয়ের হাতে দেন। তিনি বলেছিলেন আমি শুনছি সোফার ফোমের দোকান থেকে আগুন লাগছে। আমার সব শেষ। আল্লাহ কী হবে এখন আমার ছেলের লেখাপড়ার টাকা কোথায় পাব এখন। আমি আগুন নেভানোর চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। দাও দাও করে আগুন জ্বলে উঠেছে সব।
আজ বুধবার বিকেল সোয়া ৫টার দিকে রাজধানীর ব্যস্ততম এই মার্কেটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এখানে দেড় হাজারের বেশি দোকান রয়েছে। ব্যবসায়ীরা দ্রুততার সঙ্গে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। তারপর সেখান থেকে ফায়ার সার্ভিসকে জানানো হয়। তিন ধাপে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট ঘটনাস্থেলে এসে সন্ধ্যা পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর ডাম্পিংয়ের কাজ শুরু করে ফায়ার সার্ভিস।