আমার সমালোচনা করার সময় পরে পাবেন, আগে দেশ বাঁচান – মমতা !!
ভারতের নাগরিকত্ব আইনের বি’রুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভায়ও প্রস্তাব পাস হয়েছে।এই গুরুত্বপূর্ণ সময়ে তৃণমূল কংগ্রেসের সমালোচনা না করে কেন্দ্রের বিজেপি সরকারের বি’রুদ্ধে বাম ও কংগ্রেসকে আন্দোলনে নজর দেয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মোদি আর দিদি এক নয়! আমার বিরোধিতা করার জন্য ৩৬৫ দিন পাওয়া যাবে। এখন বিজেপির নীতির বি’রোধিতা করুন একযোগে।
বিধানসভায় আনা প্রস্তাবে- সিএএ, এনআরসি ও এনপিআর প্রত্যাহারের দাবি তোলা হয়েছে কেন্দ্রের কাছে। প্রস্তাবের সঙ্গে নীতিগতভাবে সহমত পোষণ করে বাম ও কংগ্রেস তাতে সমর্থন দিয়েছে। তবে আক্ষরিক অর্থে এ প্রস্তাব সর্বদল হয়নি।মমতা আসলে বুঝিয়ে দেন, সিএএ ও এনআরসির বি’রুদ্ধে বিজেপি ছাড়া সব দলকে তিনি আ’ন্দোলনে চাইছেন।