আমিরাত প্রবাসীদের জন্য দারুন সুখবর
আগামী ২৮ আগস্ট থেকে আরব আমিরাতের উদ্দেশ্যে চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের স্বাভাবিক ফ্লাইট। সপ্তাহের শনি ও মঙ্গলবারে দুবাই থেকে চট্টগ্রাম বিমানবন্দরে বাংলাদেশ বিমানে’র ফ্লাইট পরিচালিত হবে।
দীর্ঘদিন বন্ধ থাকার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালুর অনুমতি দিলেন বেবিচক। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই অফিস থেকে প্রেরিত রিজিওনাল ম্যানেজার সজল কান্তি বড়ুয়ার সাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
আরব আমিরাতে বেশ সুনামের সঙ্গে কাজ করছেন জীবিকার তাগিদে যাওয়া প্রবাসী’রা। দৈনিক শ্রম বিক্রির পাশাপাশি অসংখ্য প্রবাসী বাংলাদেশি গড়ে তুলেছেন নিজের ব্যবসা প্রতিষ্ঠান। তাছাড়া ক’রো’না পরিস্থিতি উন্নতি হওয়ায় আবারও ঘুরে দাড়াচ্ছে বাংলাদেশিরা। তবে আপাতত ফ্লাইট ও সাময়িকভাবে ভিজিট ভিসা বন্ধ থাকায় কিছুটা কর্মী সংকটে ভু’গছে বাংলাদেশি ব্যবসায়ীরা।