আমি বিয়ে করিনি, এটাই আমার বেঁচে থাকার রহস্য: শতায়ু নারী !!
‘আমি শরীরচর্চা করি। নাচ অনুশীলন করি। লাঞ্চের পর বিয়োং বাজাই। সারাদিন নিজের মতো করে থাকি। ১০৭ বছর বেঁচে থাকার কারণ। আমি বিয়ে করিনি। আমার মনে হয় এটাই রহস্য,’ এভাবেই নিজের ১০৭ বছর বয়স হওয়ার রহস্য জানালেন লুইন সিঙ্গনোর। তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের বাসিন্দা।
এছাড়াও লুইন নিয়মিত শরীরচর্চা করে থাকেন। তিনি বেশ স্বাস্থ্য সচেতনও, বেছে বেছে পরিমিত ডায়েটের খাবার খান। লুইস সিঙ্গনোর বোনও ১০২ বছর বয়স্ক। তবে সবচেয়ে দীর্ঘজীবী জীবিত নারী হলেন অ্যালিলিয়া মার্ফি (১১৪)। তিনিও নিউইয়র্কের হারলেমে বাস করেন।