আমি সুস্থ আছি, তবে বাচ্চাদের মিস করছি – আফ্রিদি !!
গত শনিবার প্রা’ণঘাতী করোনাভা’ইরাসে সংক্রমিত হওয়ার খবর নিশ্চিত হয়েছে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অলরাউন্ডার শহিদ আফ্রিদি। এরপর থেকে প্রতিনিয়ত ভক্ত, শুভাকাঙ্ক্ষী, সহযোগী খেলোয়াড়দের কাছ থেকে দোয়া ও ভালোবাসা পাচ্ছেন পাকিস্তানের এ সাবেক অধিনায়ক।তবে গত দুই-তিন ধরে পাশাপাশি একটি গুজবও ছড়িয়ে পড়েছে যে, আফ্রিদির শারীরিক অবস্থা খারাপের দিকে। আইসোলেশনে খুব একটা ভালো নেই আফ্রিদি। এই গুজবের কোন ভিত্তি নেই। তা জানানোর জন্য নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত লাইভ করেছেন তিনি।
যেখানে আফ্রিদি জানিয়েছেন, কোন ধরনের গুজবে বিশ্বাস না করতে, তিনি সুস্থ আছেন। তবে গত ৮-৯ দিন একা একা থাকার কারণে নিজের বাচ্চাদের খুব মিস করছেন বলে জানান আফ্রিদি। যদিও পরিবারের স্বাস্থ্য নিরাপত্তার জন্য এটি মেনে নিয়েছেন তিনি।লাইভে আফ্রিদি বলেন, ‘আমি এই ভিডিওটি করছি কারণ গত কয়েকদিনে সোশ্যাল মিডিয়াতে শুনতে পাচ্ছি যে, আমার শরীর ঠিক নেই। এটা সত্যি নয়। হ্যাঁ, প্রথম কয়েকদিন অবস্থা একটু খারাপ ছিল। তবে গত কয়েকদিনে আল্লাহর রহমতে অনেক ভাল আছি, সুস্থ আছি।’
এসময় অন্যান্য করোনা আ’ক্রান্ত মানুষদের সাহস জুগিয়ে তিনি আরও বলেন, ‘করোনাভা’ইরাস সম্পর্কে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আপনি নিজে যতক্ষণ পর্যন্ত কোন রোগের বিরুদ্ধে না লড়বেন, এটাকে হারাতে পারবেন না। এ দিনগুলো আমার জন্যও খুব কঠিন ছিলো।’শারীরিকভাবে সুস্থ থাকলেও, আইসোলেশনে নিজের বাচ্চাদের মিস করছেন আফ্রিদি। কোভিড-১৯ পজিটিভ হওয়ায় পরিবারের বাকি সদস্যদের থেকে দূরেই রয়েছেন তিনি। পরিবারের সুরক্ষার কথা ভেবে এটি মেনে নিয়েছেন তিনি।
আফ্রিদি বলেন, ‘গত ৮-৯ দিনে আমার সবচেয়ে বড় খারাপ লাগার বিষয় হলো যে, আমি আমার বাচ্চাদের আদর করতে পারছি না, ওদের নিজের কাছে নিতে পারছি না। বিশেষ করে আমার ছোট মেয়েকে খুবই মিস করছি। তবে সবার সুরক্ষার জন্য বাড়তি সতর্কতা জরুরি।’‘আমি জানতাম যে, এ ভা’ইরাসে আ’ক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণে দাতব্য কাজের জন্য আমি অনেক জায়গায় যাচ্ছিলাম। আল্লাহর কাছে শুকরিয়া যে, শুরুতেই আমি আ’ক্রান্ত হইনি। কারণ তা হলে অভাবী, অসহায় মানুষদের নিজের মতো করে সাহায্য করতে পারতাম না।’