“আমি হিন্দু কিন্তু আমি শুনেছি “তাহাজ্জুদ” নামাজে অনেক ফজিলত – পুলিশের মাইকিং !!
মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ভারতের রাজধানী দিল্লি এখন কার্যত মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। সেকানে ২৪ ঘণ্টায় জ্বলছে গণ চিতা। দেশটির হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র মেডিকেল অক্সিজেন সংকট।
ট্রিপল মিউট্যান্ট করোনার নজিরবিহীন দাপট চলছে ভারতে। মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে পুলিশ মাইকিং করে মুসলমানদেরকে মসজিদে যেতে বলছে।
পুলিশ মাইকিং করে বলছে- “আমি হিন্দু কিন্তু আমি শুনেছি “তাহাজ্জুদ” নামাজে অনেক ফজিলত, আপনারা তাহাজ্জুদ পড়ুন, তারাবি পড়ুন, আমাদের সবার জন্য করোনা মুক্তির দোয়া করুন।সামাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে ভারতীয় পুলিশের মাইকিং করা একটি ভিডিও ভাইরাল হয়েছে।