আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান !!
এফডিসি পাড়ায় গুঞ্জন উড়ে বেড়াচ্ছে আমেরিকায় স্থায়ী হচ্ছেন শাকিব খান। বেশ কিছু সূত্র জানিয়েছে, অভিনয়শিল্পী হিসেবে ইবি ক্যাটাগরির ভিসার জন্য আবেদন করেছেন তিনি। তার সেই আবেদন নাকি গেল ডিসেম্বরে গৃহীত হয়েছে। আমেরিকায় স্থায়ী হওয়ার কথা ভাবছেন শাকিব এই খবর সিনেমা ইন্ডাস্ট্রিকে বেশ ধাক্কা দিয়েছে। এই বিষয়ে শাকিব খানের মতামত জানতে যোগাযোগ করলে তার কোনো সাড়া মিলেনি। কিছু গণমাধ্যমে এসেছে তিনি ফোনালাপে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
চলচ্চিত্রাঙ্গনের অনেকেই বলছেন, চলচ্চিত্রের এই মন্দার বাজারে তার ছবিই কিছুটা ব্যবসা করতে পারছে । তবে বছর বছর কমছে হল, বাড়ছে সিনেমা নিয়ে অস্থিরতা। সেইসব বিষয় হয়তো হতাশ করছে শাকিবকে। বয়সও বাড়ছে, শারীরিকভাবেও প্রায়ই অসুস্থ হয়ে পড়েন তিনি। ক্যারিয়ারেরও ভাটার সময় শুরু হয়েছে। সেইসব দিক বিবেচনা করে নিজের জনপ্রিয় ইমেজটা ধরে রেখে আড়ালে চলে যেতে চান তিনি। তাই বিদেশে স্থায়ী হতে চাইছেন।