আযহারী আসবে শুনে বিকেলের মাহফিলে দুপুরেই মানুষের ঢল !!
গতকাল বুধবার উত্তর কাশিমপুর মডেল দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সময়ের আলোচিত মুফাসসির ও জনপ্রিয় ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী।
এই তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে ড. আজহারী অংশ নেবেন শুনে মাহফিলের ৪০মিনিট আগেই মাঠ ও আশপাশের সড়ক লোকে লোকারন্য হয়ে যায়। আয়োজকদের মতে প্রায় দুই লক্ষাধিক মুসল্লি সমবেত হয়েছে।
অতঃপর বিকাল ৪টা থেকে উত্তর কাশিমপুর কেন্দ্রিয় মসজিদের খতিব মাওলানা সাইফুল ইসলামের বয়ানের মধ্য দিয়ে মাহফিলের আনুষ্ঠানিকতা শুরু হয়। এদিকে মাহফিলের আগেই মানুষের ঢল দেখে মাহফিল স্থলের আশপাশে ৩টি ডিজিটাল প্রজেক্টরের ব্যবস্থা করা হয় বলে জানান আয়োজকরা।