আরব আমিরাতে অবৈধ প্রবাসীদের জন্য সুখবর !!
সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত অবৈধ প্রবাসীদের জন্য সুখবর দিলেন দেশটির রাষ্ট্রপতি । সংযুক্ত আরব আমিরাতে বৈধ কাগজপত্র ছাড়া বসবাসরত প্রবাসীরা জরিমানা ছাড়াই নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ পাচ্ছেন। বুধবার (১৩ মে) এই ঘোষণা দেন রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ান।
ঘোষণা অনুযায়ী, গত ১লা মার্চের আগেই যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তারা আগামী ১৮ই মে থেকে পরবর্তী ৩ মাসের মধ্যে নিজ দেশে ফিরতে পারবেন। তাদের আবার আমিরাতে প্রবেশের ক্ষেত্রেও কোন বাধা থাকবে না, এমনটাই জানিয়েছেন দেশটির ফেডারেল অথরিটি এন্ড আইন্ডেন্টিটির মুখপাত্র ব্রিগেডিয়ার খামিস আল কাবি।
এদিকে, দেশটির আবাসিক ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের শর্ত সাপেক্ষে ফেরার সুযোগ দিচ্ছে আরব আমিরাত। এ বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি করেছে দেশটির সরকার। এজন্য বাংলাদেশে আরব আমিরাতের দূতাবাস অথবা অনলাইনে নিবন্ধন করতে হবে।