আলাস্কায় মাইনাস (-) ৬৫ ডিগ্রি তাপমাত্রা !!
যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় গত ১০ দিন ধরে তাপমাত্রা জিরোর উপরে উঠেনি। তাপমাত্রা নামতে নামতে প্রায়ই রেকর্ড হচ্ছে আলাস্কায়। শীতে তাপমাত্রায় মঙ্গলগ্রহের তাপমাত্রাকে পাল্লা দিচ্ছে আলাস্কা।যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য আলাস্কায় স্থানীয় সময় শুক্রবার তাপমাত্রা মাইনাস ৬৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
এছাড়া সেখানকার তাপমাত্রা আরও কমতে পারে বলেও জানা গেছে। ওয়াশিংটন পোস্ট শনিবার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে। আলাস্কার ফেয়ারব্যাংক শহরের জাতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, ২০১২ সালের পর এ তাপমাত্রা সর্বনিম্ন।