আল্লা’হকে নিয়ে কটূক্তিকারী সেই রিতা দেওয়ানের বি’রুদ্ধে মা’মলা !!
পালা গানে আল্লাহকে নিয়ে ক’টূক্তি করার অ’ভিযোগে বাউল শিল্পী রিতা দেওয়ানের বি’রুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মা’মলা দা’য়ের করা হয়েছে।
বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস্সামছ জগলুল হোসেনের আদালতে রোববার ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান মামলাটি দায়ের করেন। সংশ্লিষ্ট আ’দালতের প্রসিকিউর নজরুল ইসলাম মা’মলার বিষয়টি নিশ্চিত করেছেন।নজরুল ইসলাম জানান, আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
উল্লেখ্য, সম্প্রতি একটি পালা গানের আসরে প্র’তিপক্ষকে আ’ক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে রুচিহী’ন মন্তব্য করেন। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকে রিতা দেওয়ানের শা’স্তি দাবি করেন।