আল্লাহ্’র হুকুমে প্রতি ওয়াক্ত আজানের ধ্বনিতে ফোটে যে ফুল !!
মহান আল্লাহ্ তাআলার প্রতিটা হুকুমের পেছনেই কোন না কোন সৌন্দর্য লুকিয়ে থাকে। এই যেমন আযানের কথাই ধরা যাক। আমরা ছোটবেলা থেকে হাজার হাজারবার আযান শুনে এসেছি, কিন্তু আমরা কি জানি পৃথিবীতে এমন অদ্ভুত এক ফুল আছে যেটি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানের সময় ফুল ফোটে, আবার আজানের শেষ হলে চুপসে যায় ?
মধ্যপ্রাচ্যের দেশ আজারবাইজানের এক মুসলিম গ্রামে মোহাম্মদ রহিমের বাগানে সন্ধান পাওয়া যায় অদ্ভুত এক ফুল। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের আজানের সময় এই ফুল ফোটে, আবার আজানের শেষ হলে চুপসে যায়।
খবর- ইসলামি বার্তার বরাতে জানা যায়, আজানের ধ্বনি যেন ফুলগুলোকে ইবাদতের জন্য জাগ্রত করছে। প্রতিটি সমুধুর ধ্বনিতে পাপড়িগুলোও ক্রমান্বয়ে প্রস্ফুটিত হয়ে উঠে। ফজর, যোহর, আসর, মাগরিব এবং এশা প্রত্যেক ওয়াক্তে আজানের সঙ্গে সঙ্গে ফোটে এই অদ্ভুত ফুল। সেকারণেই ফুলটির নাম দেয়া হয়েছে ‘আজান ফুল’।
এই ফুলকে অনেকেই ‘ইভিনিং প্রাইমরোজ’ বা ‘সানকাপস’ বা ‘সানড্রপস’ নামে চেনেন। যেটি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিনের সুরেলা কন্ঠে যখন আজানের বাণীগুলো উচ্চারিত হয়, তখন এর সঙ্গে ছন্দ মিলিয়ে ফোটে উঠে এই ফুল।