আল-আকসার ইমামকে মসজিদে ঢুকতে নিষেধাজ্ঞা দিলো ইসরাইল !!
জেরুজালেমের গ্রান্ড মুফতি শেখ একরিমা সাবরিকে আল-আকসার মসজিদ প্রাঙ্গণে প্রবেশে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে ইসরাইলি কর্তৃপক্ষ। বৃহস্পতিবার এক বর্ধিত আদেশে আগামী চার মাসের জন্য এ নিষেধাজ্ঞা দেয়া হয়।শেখ একরিমা সাবরি তুর্কি সংবাদ মাধ্যম আনাদলুকে বলেন, ইসরাইলি পু্লিশ বৃহস্পতিবার আমার বাড়িতে হানা দেয় এবং আমার হাতে চার মাস আল-আকসায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞার আদেশ ধরিয়ে দেয়।
তিনি বলেন, ইসরাইল মুখবন্ধ করতে আল-আকসা মসজিদকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে, এটি প্রার্থনার স্বাধীনতা ও ইসরাইলের গণতান্ত্রিক রাষ্ট্র হওয়ার বি’রো’ধিতা করে আসছে। কিন্তু আমরা আল-আকসার সঙ্গে থাকব এবং আল-আকসা রক্ষা করব।ইসরাইলি কর্তৃপক্ষ শেখ সাবরির বিরুদ্ধে আল-আকাসায় উস্কানির অভিযোগ এনেছিল।
চলতি বছরের জানুয়ারি মাসে ইসলামের পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা থেকে তাকে নির্বাসনের আদেশ হাতে ধরিয়ে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ।১৯৬৭ সালে মধ্যপ্রাচ্যের যুদ্ধে পূর্ব জেরুজালেম অধিগ্রহণ করে ইসরাইলি বাহিনী। সেখানেই আল-আকসা মসজিদ অবস্থিত। তবে এটিকে কখনো আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দেয়নি।