আয়না দেখার সাথে সাথে বিশ্বনবি এই দোয়াটি পড়তেন।
অনেকে আয়না দেখে দোয়া করে। এটি কীসের দোয়া? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যখনই আয়না দেখতেন তখনই নামাজ পড়তেন। হ্যাঁ, নামাজ মুসলিম উম্মাহর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু এটা কি শুধু আয়নায় দেখার প্রার্থনা নাকি অন্য কোনো প্রার্থনা? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নায় তাকিয়ে কি প্রার্থনা করেছিলেন?
আল্লাহ মানুষকে সুন্দর রূপে সৃষ্টি করেছেন। প্রতিটি চেহারা সুন্দর এবং মোহনীয়। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়নায় তার সুন্দর পবিত্র মুখের দিকে তাকিয়ে থাকতেন; তখন তার মনে একটা ইচ্ছা জেগে উঠবে- হে আল্লাহ! যেভাবে তুমি আমার মুখ সুন্দর করেছ; আমার চরিত্রকে একইভাবে সুন্দর করে তুলুন। ‘
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন:
اَللَّهُمَّ حَسَّنْتَ خَلْقِيْ فَاَحْسِنْ خُلُقِيْ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা হাস্সানতা খালকি; ফা আহসিন খুলুকি।’
অর্থ: হে আল্লাহ! তুমি আমাকে সুন্দর করেছ; সুতরাং (এভাবে) আমার চরিত্রকে সুন্দর করুন ‘(ইবনে হিব্বান, মিশকাত)