ইজতেমার প্রথম পর্ব শেষে যা জানালেন বিদেশি মুসল্লিরা !!
গত রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের দুই পর্বের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টার মধ্যে যেকোনো সময় এ মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রথম পর্বের মত দ্বিতীয় পর্বও সুষ্ঠুভাবে শেষ করতে ইজতেমার সকল আয়োজন সম্পন্ন করেছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়া বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় বিদেশি মুসুল্লিরা সন্তোষ প্রকাশ করেছেন।
গত মঙ্গলবার রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে স্বল্প সময়ের জন্য অবস্থানরত বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আগত বিদেশি মুসল্লিদের সাথে মতবিনিময় করেন ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় তিনি বিদেশি মেহমানদের সাথে প্রধানমন্ত্রীর পক্ষে সালাম ও কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন।
এদিন ধর্ম প্রতিমন্ত্রী বাংলাদেশসহ , ভারত, পাকিস্তান, তুরস্ক, ইতালি, সৌদি আরবসহ বিভিন্ন দেশের তাবলীগ জামাতের মুরুব্বীদের সাথে হৃদ্যতাপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন। এ সময় বিদেশি মেহমানগণ সুন্দর ও সফলভাবে বিশ্ব ইজতেমার ১ম পর্ব সম্পন্ন করায় বাংলাদেশ সরকারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।