ইতালিতে দীর্ঘ হচ্ছে বাংলাদেশিদের লা’শের মিছিল !!
করোনা ভা’ইরাসে আ’ক্রান্ত হয়ে ইতালিতে দীর্ঘ হচ্ছে বাংলাদেশিদের লা’শের মিছিল। বুধবার রাতে ইতালির রোমে একটি হাসপাতালে আনোয়ার হোসেন হিরু (৭২) নামে এক ব্যক্তি চিকিৎসাধীন অবস্থায় মৃ’ত্যুবরণ করেন।এ নিয়ে দেশটিতে করোনায় আ’ক্রান্ত হয়ে ছয় বাংলাদেশির মৃ’ত্যু হয়েছে। ইতালিতে বাংলাদেশিদের মৃ’ত্যুর মিছিল বাড়তে থাকায় উদ্বেগ দেখা দিয়েছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।
জানা গেছে, ইতালির রাজধানী রোমের তরবেল্লামোনাকা এলাকায় দীর্ঘদিন ধরে তিনি বসবাস করে আসছিলেন। করোনায় আ’ক্রান্ত হয়ে প্রায় তিনি স্থানীয় তরবেরগাতা হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। হাসাপতালে বুধবার রাতে তিনি মারা যান।
স্থানীয়রা জানিয়েছেন, আনোয়ার হোসেন হিরু একজন সদালাপী ভালো মনের মানুষ ছিলেন। ইতালির রোমে সামাজিক অঙ্গনে তার ছিল অবাধ বিচরণ। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলয়।ইতালীতে এর আগে আরও ৫ জন প্রবাসী করোনায় মারা গেছেন।
সূত্রঃ সময়ের কন্ঠস্বর