ইতালির যে শহরে ১০৩ টাকায় মিলবে বাড়ি !!

ইতালিতে বাড়ি কিনতে চান? পাওয়া যাচ্ছে নামমাত্র দামে। সিসিলির মুসোমেলি শহরে এক ইউরো খরচ করলেই মিলবে পুরো একটি বাড়ি। বাংলাদেশি মুদ্রায় যার দাম মাত্র ১০৩ টাকা ৭৮ পয়সা! ইতালির মতো জায়গায় এত কম দামে বাড়ি? এমন আশ্চর্য হওয়ারই মতোই রিপোর্ট প্রকাশ করেছে সংবাদ সংস্থা সিএনএন।

সংবাদ সংস্থার রিপোর্ট বলছে, ইতালির বেশকিছু শহরে জনসংখ্যা কমছে। নতুন প্রজন্ম সব বড় শহরে চলে যাচ্ছে। ফলে খালি হয়ে পড়ে থাকছে ছোট শহরের বাড়িগুলো। পুরনো বাড়ির জন্য কেউ কর দিতেও রাজি হচ্ছে না। ফলে বাধ্য হয়ে বাসিন্দাদের পড়ে থাকা পুরনো, পরিত্যক্ত বাড়িগুলো নিলামে তুলতে হচ্ছে প্রশাসনকে।

ওই রিপোর্টে আরও বলা হয়েছে, মুসোমেলির লোকসংখ্যা বাড়াতে এমনই উদ্যোগ নিয়েছে প্রশাসন। শুধু মুসোমেলি নয়, ইতালির আরও কয়েকটি শহরে এভাবে নিলামে বিক্রি করা হচ্ছে বাড়ি। এক দশক আগে এই প্রবণতা শুরু হয়েছিল সিসিলির সালেমি নামে একটি ছোট শহরে। ১৯৬৮ সালে ভূমিকম্পের পর ওই শহর জনশূন্য হয়ে দীর্ঘদিন পড়ে থাকার পর সেখানকার মেয়র বাড়িগুলোকে মেরামত করে নিলামে তোলার ব্যবস্থা করেন এবং তা নামমাত্র দামে বিক্রি করেন। সে প্রচেষ্টা সফলও হয়েছিল। এবার মুসোমেলির ক্ষেত্রেও তাই করা হচ্ছে বলে ওই রিপোর্টে দাবি করা হয়েছে।

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *