ইতালীতে জানালা দিয়ে পড়ে ৩ বছরের বাংলাদেশী শিশুর মৃ’ত্যু !!
ইসমাইল হোসেন স্বপন ,ইতালি : ইতালীর উত্তরের জেনোভা শহরে বুধবার বিকাল ৫ টায় জানালা দিয়ে পড়ে আদিবা(৩) নামে এক বাংলাদেশী শিশুর মৃ’ত্যু হয়।
ঘটনার সময় বাবা তার দোকানে ছিল এবং মা তাদের অন্য সন্তানকে স্কুল থেকে আনতে গেলে এই ঘটনাটি ঘটে।প্রতক্ষ্যদর্ষীরা জানায় শিশুটি যখন পড়তেছিল , মা তা দেখে দৌড়ে গিয়েও রক্ষা করতে পারেনি ।
ঘটনার পর থেকেই শিশুটির মা মানসিকভাবে ভেঙ্গে পড়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসা শেষে মেয়েটির মা এখন বাসায় অবস্থান করছেন।
জানা গেছে জেনোভা প্রবাসী মনোয়ার হোসেন মুন্নার তিন সন্তান।দুই সন্তান স্কুলে ছিল এবং ছোট মেয়েকে বাসায় রেখে তার মা বাকি দুই সন্তানকে স্কুল থেকে আনতে যায়। মেয়েটি ৫ তলা থেকে নিচে পড়ে যাওয়ার সময় তার মা কাছাকাছি ছিল।
পরে তার মা মেয়েটিকে নিয়ে তার বাবার দোকানে যান ।সেখানে থেকে হাসপাতালে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মনোয়ার হোসেন বাংলাদেশের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ অধিবাসী