ইমরান খানকে ফোন করে যা বললেন সৌদি যুবরাজ !!
করোনায় আ’ক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ফোন করেছিলেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
সোমবার (২৯ মার্চ) ইমরানকে টেলিফোন করে সৌদি সফরের আমন্ত্রণ জানান তিনি। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন নিয়েও আলোচনা করেন তারা।
পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতর সূত্র জানিয়েছে, ফোনে কথাপোকথনের সময়ে সৌদি যুবরাজ করোনায় আ’ক্রান্ত প্রধানমন্ত্রী ইমরান খানের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এ সময় ইমরান খানও সৌদি যুবরাজের শারীরিক অবস্থার খোঁজ নেন। সৌদি যুবরাজ সালমানের কিছুদিন আগে একটি অস্ত্রোপচার করা হয়েছিল।এর আগে গত ২১ মার্চ সৌদি বাদশাহ ও যুবরাজ পৃথক বার্তা পাঠিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করেন।