ইমরুলের সেই মন্তব্যের বিরোধিতা করলেন মাশরাফি !!
নিজের অফফর্মের কারণ গতকাল (১১ ডিসেম্বর) সাংবাদিকদের দোষারোপ করেছিলেন ইমরুল কায়েস। সাংবাদিকদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দপতন বলেই জানান ইমরুল। তবে ইমরুলের সেই মন্তব্যের সঙ্গে একমত নন মাশরাফি বিন মর্তুজা।
সাংবাদিকদের দোষারোপ না করে পারফরম্যান্সে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছেন মাশরাফি। নিজেদের প্রথম ম্যাচে বড় ইনিংস খেলে ম্যাচসেরা হন ইমরুল।
এরপর তিনি বলেছিলেন, ‘আপনাদের (সাংবাদিক) এমন বলার কারণেই আমি ছন্দ হারিয়ে ফেলি। তবে আমি কখনোই হতাশ হই না। আমার ক্যারিয়ার আরো বড় হতে পারত, হয়নি। জাতীয় দলে এক ম্যাচ রান না করলে কঠিন হয়ে যায়।’
আজ সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমার কাছে মনে হয় আপনাদেরও পার্সোনালি না নেওয়া উচিত। অনেকে এগুলো হ্যান্ডেল করতে পারেনা। অনেক সময় দেখা যায় যে, বাইরের বিষয়গুলি অনেক খেলোয়াড় ফলো করে। আমি ভালো খেললে আপনি লিখতে বাধ্য আবার আমি খারাপ করলেও আপনি লিখতে বাধ্য। যার যার পেশার দিকে মন দেওয়া উচিত। অনেকে প্রেসারটা মাথায় নিয়ে নেয়। কিন্তু পেশার দিক থেকে আপনি সেটা মাথায় নেবার প্রয়োজন নাই।’
তিনি আরো বলেন, ‘মিডিয়ার দোষ দিয়ে তো আর ভালো খেলার সুযোগ কম এমনটাও না আবার মিডিয়ার দোষ যদি দিতে থাকে সেটাও মাঠে খারাপ খেলার কারনেই। বড় খেলোয়াড়দের কাছ থেকে সেটাই শুনেছি যে যেটা বা যে লিখাটা আপনাকে চিন্তায় ফেলতে পারে সেটা ইগনোর করায় ভালো। যার যে পেশা তার সেটা নিয়ে থাকাটা জরুরী। একজন খেলোয়াড়কে শুধু মাঠের খেলা নিয়ে থাকাটা জরুরী।’