ই’রানকে ঠেকাতে নতুন কৌশলে যুক্তরাষ্ট্র !!
ই’রান-যুক্তরাষ্ট্রের মধ্যকার উ’ত্তেজনা যেন দিন দিন চরম আকার ধারণ করছে। অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে একেকটা দিন পার করছে দুই দেশ।
ই’রানে হা’ম’লার প্র’তিশোধ নিতে গত ৮ জানুয়ারি ভোরে দু’টি মা’র্কিন ঘাঁটিতে হা’ম’লা চালায় তারা। ই’রানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, এবারের হা’ম’লায় ৮০ জন মা’র্কিন সে’না নি’হ’ত ও দুই শতাধিক লোক গুরুতর আ’হত হয়েছে। অবশ্য কোন সে’না নি’হ’ত হওয়ার খবর অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র।
তবে চুপ করে বসে নেই যুক্তরাষ্ট্র। সংবাদ সূত্রে জানা গেছে গোপনে গোপনে যুক্তরাষ্ট্রও প্রস্তুতি নিচ্ছে বড় কোন সং’ঘা’তের । আরও জানা যায়, যে ই’সরাইল থেকে দূরপাল্লার ‘স্পাইক প্রিসিশন মি’সাইল’ কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মা’র্কিন সে’নারা এটিকে নিজেদের শক্তিশালী অ্যা’টাক হেলিকপ্টারগুলোতে ব্যবহার করতে চায়।