ইরানের আকাশসীমা এড়িয়ে চলছে এয়ারলাইন্সগুলো !!
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান উত্তেজনার জেরে বিশ্বের বিভিন্ন এয়ারলাইন্সকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) এমন তথ্যই জানা গেছে। আরো জানা গেছে, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান উত্তেজনার জেরে নিজেদের এয়ারলাইন্সগুলোকে ইরানের আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে ভারত। সেখানে ফ্লাইট পরিচালনা করে থাকে দেশটির পতাকাবাহী এয়ারলাইন এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো।
এদিকে শুক্রবার (৩ জানুয়ারি) বাহরাইনের গালফ এয়ার, ন্যাশনাল এয়ারলাইন, জর্ডানের রয়্যাল জর্ডানিয়ান এয়ারলাইন্স বাগদাদে নিজেদের ফ্লাইট বাতিল করেছে। তারা সবাই নিরাপত্তাজনিক কারণেই ফ্লাইটগুলো বাতিল করেছে বলে জানিয়েছে। এর আগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিনগত রাতে বাগদাদের বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলেমানি।
এছাড়া একইসঙ্গে আরও অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর পর থেকেই উত্তেজনা বেড়ে যায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। চলমান উত্তেজনার মধ্যেই শুক্রবার (০৩ জানুয়ারি) স্থানীয় সময় দিনগত রাত ১টা ১২ মিনিটের দিকে রাজধানী বাগদাদে আবারও হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে দেশটির ইরানপন্থি মিলিশিয়া বাহিনীর ছয়জন নিহত হয়েছেন। যার ফলে চলমান উত্তেজনা বেড়ে গেছে কয়েক গুণ।