ইলিয়াস কাঞ্চনকে একা ভাববেন না – রাশেদ-ফারুকের হুঁ’শিয়ারি !!
গত ১২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও এমপি এবং সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের বি’রুদ্ধে ১০০ কোটি টাকার মা’নহানির মা’মলা করেন ‘নিরাপদ সড়ক চাই’ এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।
শাজাহান খানের বি’রুদ্ধে মা’মলা করায় বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের মা’মলার হু’মকি দেন ইলিয়াস কাঞ্চনকে। তার জবাবে রাস্তায় নামার হুঁ’শিয়ারি দিয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান ও ফারুক হাসান।ছাত্র অধিকার পরিষদের ফেসবুকভিত্তিক প্লাটফর্ম ‘কোটা সংস্কার চাই’ গ্রুপে আলাদাভাবে পোস্ট দিয়ে এবং লাইভে এসে দু’জনে এ হুঁ’শিয়ারি দেন।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দেয়া পোস্টে কোটা সংস্কার আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম-আহ্বায়ক ফারুক হাসান বলেন, ‘শাহাজান খানের পেছনে তার পালিত শ্রমিকেরা থাকলে, ইলিয়াস কাঞ্চনের পেছনে রয়েছেন এদেশের লাখো কোটি তরুণ! ইলিয়াস কাঞ্চনকে একা ভাববেন না।’