ইলিয়াস কাঞ্চনের ছবি পোস্ট করে ফেসবুকে যা লিখলেন সোহেল তাজ !!
তাজউদ্দীন আহমেদের ছেলে সোহেল তাজ অভিমান করে রাজনীতি থেকে দূরে সরে গেলেও মানুষের কাছ থেকে দূরে সরে যান নি। হটলাইন কমান্ডো নামে একটি টেলিভিশন অনুষ্ঠানের মাধ্যমে তিনি তুলে ধরছেন নানা সমস্যা ও তার সমাধান। এবার তিনি হটলাইন কমান্ডোতে তুলে ধরবেন সড়ক নিরাপত্তার বিষয়গুলো। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তাজ এ খবর জানিয়েছেন এবং স্ট্যাটাসে ইলিয়াস কাঞ্চনের ছবি পোস্ট করেছেন।
সোহেল তাজ লিখেছেন, ‘হটলাইন কমান্ডোর পরবর্তী পর্বের বিষয় হচ্ছে সড়ক নিরাপত্তা- আমরা খুঁজবো সমাধান। আমরা মনে করি নতুন সড়ক পরিবহন আইনটি যদি কোন মহলের চাপের মুখে ব্যাহত হয় এবং সঠিকভাবে বাস্তবায়ন না হয় তাহলে আমরা দুর্ঘটনামুক্ত বাংলাদেশ, দারিদ্র্য বিমোচন ও এসডিজি বাস্তবায়নের যে স্বপ্ন দেখছি তা আর পূরণ হবে না।
পূর্বে যেখানে ছিলাম অর্থাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর মিছিল আর অসহায় পরিবারের কান্না চলতেই থাকবে। তাই আমরা মনে করি, এই আইনের সঠিক প্রয়োগে ও বাস্তবায়নে যদি কোন মহলের চাপের মুখে সরকার মনোভাব পরিবর্তন করে তাহলে হেরে যাবে ১৮ কোটি জনতা। সেইসাথে হেরে যাবে বাংলাদেশ।’
সূত্রঃ বিডি২৪লাইভ