ঈদের উৎসবে ভ’য়াবহ বো’মা হা’মলা – জানুন সোমালিয়ার সর্বশেষ পরিস্থিতি !!
ঈদ উৎসবের মধ্যে ভ’য়াবহ বোমা বি’স্ফো’রণের ঘটনা ঘটেছে সোমালিয়ায়। এতে অন্তত ৫ জন নিহ’ত হয়েছেন। আহ’ত ২০। নিহ’তের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশ’ঙ্কা করা হচ্ছে।
রবিবার দেশটির রাজধানী মোগাদিসু থেকে ২৫০ কিলোমিটার দূরে বায়ডোয়া শহরে এই বি’স্ফো’রণ ঘটে। পুলিশ অফিসার মোহাম্মদ মোক্তার এএফপি’কে বলেন, প্রাথমিকভাবে ঘটনাস্থল থেকে ৫ জনের মৃ’তদেহ পাওয়া গেছে এবং ২০ জন আহ’ত হয়েছে।তিনি আরও বলেন, বেশ কয়েকজনের অবস্থা আশ’ঙ্কাজনক এজন্য মৃ’ত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। মোহাম্মদ ইব্রাহিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, ঈদের উৎসবে সবাই যখন নাচছিল, গাইছিল, তখনই এই বি’স্ফোরণ ঘটে।
আবদি হাসান নামে আরেক প্রত্যক্ষদর্শী বলেন, ঈদের উতসব উপভোগ করতে বিশেষ করে নাচের জন্য শনিবার ও রবিবার মানুষ সেখানে জড়ো হয়েছিল। এখন পর্যন্ত ওই হা’মলার দায় কেউ স্বীকার করেনি বলে খবরে বলা হয়েছে।