এইচএসসি ফলাফল প্রকাশ করা হবে কাল – HSC Result

এইচএসসি ফলাফল প্রকাশ করা হবে কাল – HSC Result . এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল আগামীকাল শনিবার প্রকাশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মাহবুব হোসেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সচিব জানান, কাল সকাল সাড়ে ১০টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এই ফল প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে ফল প্রকাশের কার্যক্রম উদ্বোধন করবেন। করোনাভাইরাসের সংক্রমণের কারণে এবার পরীক্ষা ছাড়া এসএসসি, জেএসসি ও সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের গড় মূল্যায়ন করা হয়েছে। এইচএসসি পরীক্ষা না হওয়ায় সবাই পাস করবেন। তবে জিপিএ ফাইভ কার কত হয় সেটাই সবার আগ্রহের বিষয়।

The HSC and equivalent examinations for 2020 were scheduled to be held in April last year. 13 lakh 75 thousand 69 students of 11 education boards of the country we’re supposed to take part in HSC and equivalent examinations this time. But this test was not done as the educational institution was closed due to coronavirus. The decision to evaluate the candidates on the basis of average results of SSC and JSC and equivalent examinations instead of examinations was taken earlier. The gazette amending the three laws concerned to publish the results was published last Monday.

Speaking at a press conference on October 8 last year, Education Minister Dipu Moni said that the results of this year’s HSC will be determined by averaging the results of the eighth class and SSC. He said that the results of JSC-JDC will be declared 25 percent and the result of SSC will be 75 percent.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *