এই বছরেই যে ৫টি বিরল রেকর্ড গড়তে যাচ্ছেন মেসি !!
বিশ্বের অন্যতম সেরা ফুটবলারেই বলা হয় লিওনেল মেসিকে। গতবারের ব্যালন ডি অরেই যে নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। তবে এই বছরেই যে ১০টি বিরল রেকর্ড গড়তে পারেন মেসি।
এক নজরে দেখে নেওয়া যাক নতুন বছরে যেসকল রেকর্ড গড়তে পারেন মেসি
১) এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড (পেলের করা ৬৪৩ গোলের রেকর্ড টপকাতে মেসির প্রয়োজন মাত্র ২৫ গোল)২) ক্যারিয়ারে ৫ম চ্যাম্পিয়ান্স লীগ জয়৩) গত এক যুগে ৯ম বারের মতো লিগ টাইটেল জয়৪) একমাত্র প্লেয়ার হিসেবে ৯ম বারের মতে কোপা দেল রে৫) সর্বোচ্চ কোপা দেল রে’র শিরোপাজয় (৯বার)